ঢাকা      বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

১২ ঘণ্টা পর তিন রুটে ফেরি চলাচল স্বাভাবিক

IMG
30 January 2023, 12:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীর হাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া সোমবার (৩০ জানুয়ারি) সময় সংবাদকে জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টার কিছুক্ষণ আগে পাটুরিয়া ঘাট থেকে বনলতা ও মাধবীলতা ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া মাঝ নদীতে আটকে পড়া ছোট-বড় ৭টি ফেরি ঘাটে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রোববার রাত ১০টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ধীরে ধীরে পদ্মা নদীতে এ কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন