সাভার, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন, সেনাবাহিনী এখন আধুনিক। সেনাবাহিনীর সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে।
বক্তব্য শেষে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্টার ক্যাম্পিং ও খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। এসময় নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহীনুল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com