ঢাকা      সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

রোহিঙ্গা সংকট ভুলে যাওয়ার নয়: ইইউ উচ্চ প্রতিনিধি

IMG
03 March 2023, 7:13 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে রোহিঙ্গাদের চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘এই সংকট ভুলে যাওয়ার নয়। ইইউ ২০১৭ সাল থেকে ২৮৭ মিলিয়ন ইউরো সহ বৃহত্তম মানবিক সহায়তাদানকারীদের মধ্যে একটি।'

তারা বর্তমান সময়ে বৈশ্বিক সংকট– জলবায়ু পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশগুলোর দুর্বলতা এবং সেই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনা করেন। শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিশ্ব সংক্রান্ত বিষয়ে কথা বলতে ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন