ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

আধা ঘণ্টার মধ্যে কারাগার থেকে মুক্ত হবেন মাহি

IMG
18 March 2023, 6:53 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে সকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার।

অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, ইতোমধ্যে মাহিয়া মাহির জামিনের কাগজপত্র গাজীপুর জেলা কারাগারে পৌঁছানো হয়েছে। তিনি কিছুক্ষণ পরই হয়তো মুক্তি পাবে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বলেন, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র তৈরি হচ্ছে। আধা ঘণ্টার মধ্যেই তিনি মুক্তি পাবেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন