ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের উন্নয়ন বিএনপি মেনে নিতে পারেনি। এ জন্য বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তরে বিষ আর বিষ বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পারে না। মির্জা ফখরুল নামের এক লোক আছে। তাকে দেখতে মনে হয় ভদ্রলোক। তবে অন্তরে তার বিষ আর বিষ। বাংলাদেশের সেরা মিথ্যাচার তিনি করেছেন, সেরা প্যাথলজিক্যাল লায়ারের নাম মির্জা ফখরুল।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলেন সরকার দুর্নীতি করেছে। কিন্তু যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে - তাদের মুখে এসব কথা মানায় না। দলটির দু'টি গুণ- দুর্নীতি আর মানুষ খুন।’
আওয়ামী লীগ সরকার কোনো দুর্নীতি করেনি দাবি করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, দুর্নীতিবাজ হলে সরকার এতো প্রকল্পের বাস্তবায়ন করতে পারতো না। সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। দেশের রাজনীতিকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না। একের পর এক উড়াল সড়ক, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো প্রজেক্ট হতো না। শেখ হাসিনা আজ আশ্রয়নের মাধ্যমে দরিদ্র মানুষের থাকার ব্যবস্থা করেছেন। তিনি চান কোনো মানুষ যেন আশ্রয়হীন না থাকেন।’
সরকারের উন্নয়নের উপকারভোগী সাধারণ মানুষ। তাই তারা বিএনপির কোনো আন্দোলনের ফাঁদে পা দেবে না বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে বেপরোয়াভাবে ড্রাইভিং করছে। কিন্তু তাদের সেই আন্দোলনের গাড়ি খাদে পড়ে গেছে। এই আন্দোলন আর মরা গাঙে কখনো জোয়ার আসবে না।’ সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com