ঢাকা      বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন শর্মিলা রহমান

IMG
22 March 2023, 7:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তিনি লন্ডন থেকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান।

পরিবারিক সূত্রে জানা গেছে, শর্মিলা রহমান ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা। তখন আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন তিনি।

শাশুড়ির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে লন্ডনে চলে যান কোকোপত্নী।

উল্লেখ্য, শর্মিলা লন্ডনে থাকেন। অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবার নিয়ে লন্ডনে আছেন ২০০৭ সাল থেকে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন