ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

আশুলিয়ায় ডাকাতের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত

IMG
23 March 2023, 11:35 AM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভারের আশুলিয়ায় ডাকাতদের গুলিতে মফিজুল ইসলাম (২৮) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।

বুধবার রাত তিন টার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত তিন টার দিকে কাঠগড়ার নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে একদল ডাকাত সদস্যরা জানালার গ্রীল কাটে। বাড়ির লোকজন তা বুঝতে পরেন। পরে তাঁরা চিৎকার শুরু করলে বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক মফিজুল বের হলে তাকে লক্ষ করে গুলি ছুড়ে ডাকাতেরা। তার শরীরে গুলি লাগলে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেছে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন