ঢাকা      বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

খেলা থামিয়ে ইফতার করতে পারবেন ফুটবলাররা

IMG
23 March 2023, 12:24 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মাগরিবের আজান পড়তেই মাঠের এককোণে বসে খেজুর, পানি অথবা এনার্জি ড্রিংকস খাচ্ছেন ফুটবলাররা। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসে এমন চিত্র দেখা গেছে একাধিকবার। তবে এবার ম্যাচ চলাকালীন নয়, রমজানে খেলোয়াড়রা ইফতার করতে পারবেন খেলা থামিয়ে।

পবিত্র রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা পেতে যাচ্ছেন এ সুবিধা। ফলে ম্যাচের মধ্যেই ইফতারের সময় হলে রোজা সম্পূর্ণ করার সুযোগ পাবেন মুসলিম ফুটবলাররা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, এবার ইফতারির জন্য কিছুক্ষণের জন্য খেলায় বিরতি দেওয়া হবে।

আন্তর্জাতিক ফুটবলের জন্য এখন বিরতিতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের ক্লাব ফুটবল। ১ এপ্রিল থেকে মাঠে ফিরবে ইংল্যান্ডের ক্লাবগুলো। পবিত্র রমজান মাস থাকায়। রোজা রেখেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে খেলা মুসলিম খেলোয়াড়রা। তাই তারা যেন নির্বিঘ্নে ইফতার করার মাধ্যমে নিজেদের রোজা সম্পূর্ণ করতে পারেন, সেই ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ম্যাচের মধ্যেই ইফতারের সময় হয়ে এলে রেফারিরা খেলা থামিয়ে সুযোগ করে দেবেন খাওয়ার জন্য।

প্রিমিয়ার লিগে মুসলিম খেলোয়াড়ের সংখ্যা অনেক। যাদের মধ্যে অন্যতম লিভারপুলের মোহাম্মেদ সালাহ, চেলসির এনগোলো কন্তে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজরা। বরাবরের মতো এবারও তারা রোজা রেখেই মাঠে খেলতে নামবেন।

এই রমজানে ইফতারির সময় ম্যাচে বিরতি দেওয়ার ব্যাপারে রেফারিং গভর্নিং বডি থেকে ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে তরল জাতীয়, এনার্জি জেলস বা এর সম্পূরক কিছু দিয়ে যেন রোজা ভাঙতে পারেন ফুটবলাররা। তবে ম্যাচ শুরুর আগে যেসব খেলোয়াড়ের বিরতি প্রয়োজন তাদের একটি তালিকা রেফারিকে দিতে হবে ক্লাবগুলোর।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন