ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

হবিগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

IMG
23 March 2023, 6:32 PM

হবিগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিকেল পৌনে ৫টার দিকে চুনারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) মরদেহ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরও তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করেছেন।

ওসি রাশেদুল হক জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন