ঢাকা      শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

শুক্রবার মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ যেমন

IMG
23 March 2023, 7:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত ডিসেম্বরে আরব রজনীতে ইতিহাস গড়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তবে গত বছর কাতারে সেই আক্ষেপ ঘুচে আলবিসেলেস্তাদের।

বিশ্বমঞ্চের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এরপর তিন মাস পেরিয়ে গেলেও মাঠে নামেননি মেসি-ডি মারিয়ারা। অবশেষে মাঠে নামছে স্কালোনির শিষ্যরা। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হচ্ছেন মেসি, আলভারেজ, দিবালারা। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এটি যেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আড়ালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব!

তবে ম্যাচটা নিয়ে স্কালোনির বার্তা, ‘একটি নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন বলে বাড়তি সুবিধা নেই। মাঠের পারফরম্যান্সই আসল। সাফল্য উদযাপনে সমস্যা নেই; কিন্তু মাঠে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আর্জেন্টিনার জার্সি পরলে সেরাটা দিতে হবে সব সময়।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬১তম স্থানে থাকা পানামার বিপক্ষে ম্যাচটি হয়তো আন্তর্জাতিক ফুটবলে বিরাট কিছু নয়, কিন্তু আর্জেন্টাইনদের কাছে এটির মূল্য অনেক। জার্সিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিসূচক তিন তারকা নিয়ে এ ম্যাচেই যে প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা দল। দেশের মাটিতে মেসিদের এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে নীল-সাদা ফ্যানেদের। ৮৩ হাজার দর্শকের স্টেডিয়ামে টিকিট চেয়ে আবেদন করেছিল ১৫ লাখ দর্শক! মিডিয়া কার্ড পেতে আবেদন করেছিলেন এক লাখের বেশি সাংবাদিক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৩ হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন দল নাকি বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করবে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ জেতার পর এ যেন বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের পুনর্মিলনী।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করেছে মেসিরা। যেখানে তাদের বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা যায়। পিএসজিতে অফফর্মে ভোগা মেসি দেশের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়।

এদিকে সব ধরনের ফুটবলে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন লিওনেল মেসি। আর এক গোল করলেই ৮০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

পানামার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন