ঢাকা      রবিবার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: হানিফ

IMG
23 March 2023, 9:12 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের অনেক দেশের থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে। আর যে দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা বলেছে তাদের চেয়েও আমাদের মানবাধিকার ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বাংলাদেশ নিয়ে বর্তমানে কোন দেশের উদ্বেগের কোন কারণ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে করবে - এতে কোন সন্দেহ নেই। সরকার আশা করে, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। এতে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে - আমরা সেটাই আশা করি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন