ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

IMG
24 March 2023, 12:35 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেইরো রাজ্য পুলিশ রিও ডি জেনেইরো শহরের বিস্তৃত বস্তি এলাকাগুলোতে নিয়মিতভাবে প্রাণঘাতী অভিযান চালিয়ে থাকে।

রিও ডি জেনেইরো রাজ্যের গভর্নর ক্লাউজো কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “অন্য রাজ্যগুলো থেকে আসা দস্যুদের আস্তানা হিসেবে রিওকে ব্যবহার করতে দেবো না আমরা।”

পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন