স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে এমন একটি দল তৈরি করতে চান, যেখানে ভয়-ডর বলে কিছু থাকবে না। খেলোয়াড়েরা নিশ্চিন্তে যেন খেলতে পারবেন, এমন পরিবেশ তৈরি করতে চান হাথুরু।
রোববার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে কথা বলেন হাথুরুসিংহে। সে সময়ে ভয়-ডরহীন দল তৈরির বিষয়ে তার পরিকল্পনার কথা জানান।
হাথুরুসিংহে বলেন, ‘এমন একটি দল তৈরি করতে চাই যেখানে ভয় না পেয়ে ক্রিকেটাররা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারবে। একটি দুটি ম্যাচ খারাপ করলে যে চাপ তৈরি হয়, সেটি যেন না থাকে এমন একটি ড্রেসিংরুম তৈরি করতে চাই।’
হাথুরু বলেন, ‘আমি বলতে চাই কেউ যদি খারাপও করে সে যেন ব্যর্থতার কথা না ভেবে নিজের মতো করে খেলতে থাকে। এটিকে আমি একটি দলের জন্য বড় পরিবর্তন হিসেবে দেখি। আমি এটিই প্রতিষ্ঠা করতে চাই।
ক্রিকেটারদের নিয়ে কোচ বলেন, ‘আমি তাদের মানসিক নিরাপত্তা আনার চেষ্টা করছি। একজন ক্রিকেটার খারাপ করলে তার দক্ষতা কমে যায় না। আগের পারফরমেন্স কী ছিল জানি না। কিন্তু খেলোয়াড়দের দক্ষতা আগের মতোই রয়েছে। আমি কেবল মানসিক উন্নতি নিয়ে কাজ করেছি। এটিই আমার লক্ষ্য।’
সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ মার্চ হবে বাকি দুটি ম্যাচ। এরপরে ঢাকার মিরপুরে ৪ এপ্রিল থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com