ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

আশা জাগিয়ে ফিরলেন রনি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

IMG
27 March 2023, 3:24 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সময়ে ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থেকে আজ আইরিশদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এই দুই ব্যাটারের কল্যাণে পাওয়ার প্লে’তে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮১ রান তুলে স্বাগতিক বাংলাদেশ।

তবে এরপরই খেই হারায় স্বাগতিকরা। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। শুরুতে লিটন ও পরবর্তীতে শান্ত সাজঘরে ফিরলে কিছুটা বিপাকে পড়ে সাকিবের দল।

এরপর ম্যাচের হাল ধরেন রনি তালুকদার। সবশেষ ৩৮ বলে ৬৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে গ্র্যাহাম হামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এই ডানহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ, ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৬৫ রান।

এর আগে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে নিজেদের জয়ের পাল্লা ভারী করার লক্ষ্যে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। স্পিনার হিসেবে একাদশে রয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আর পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। তাছাড়াও সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারি।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন