ঢাকা      বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

সুন্দরবনে পর্যটকরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিতে পারবেন না

IMG
27 March 2023, 5:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সুন্দরবনে গমনকারী পর্যটকদের কাউকেই সঙ্গে করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেছেন, এ ধরনের প্লাস্টিকের ব্যবহারের কারণে সেখানকার পরিবেশ ও জীব-বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

সোমবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদফতরে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহাব উদ্দিন বলেন, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। স্বাধীনতার জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ শুরু করেছিলেন। পাকিস্তানিরা তাকে হত্যা করতে না পারলেও এদেশের বিপথগামী কিছু লোক তাকে সপরিবারে হত্যা করে।

তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তার তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে। দেশের মালিক জনগণের সেবা করতে হবে।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন