ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

‘৩০-৩৫ বছরের আগে ফসিল ফুয়েল থেকে বেরোনো সম্ভব নয়’

IMG
27 March 2023, 6:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ৩০-৩৫ বছরের আগে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, যারা নবায়নযোগ্য জ্বালানির কথা বলছে, তারাই কিন্তু আবার ফসিল ফুয়েলে ফিরে আসছে।

সোমবার (২৭ মার্চ) বুয়েটে আয়োজিত ইন্সটিটিউট অব এনার্জি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, এনার্জি খাতে রিসার্চের মাধ্যমে অনেক দেশ হাইড্রোজেন এনার্জিতে ধাবিত হচ্ছে। তবে ফসিল ফুয়েল এখনো কন্টিনিউ করছে। যদিও আগামী ৩০ থেকে ৩৫ বছরের আগে ফসিল ফুয়েল থেকে বের হওয়া সম্ভব না। সুতরাং আমাদের মতো দেশে রিসার্চটা করতে হবে বিশদভাবে। হাইড্রোকার্বন ইউনিটের সেই রিসার্চটা করার সুযোগ রয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতে যোগ্য লোকবলের সংস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রচুর ইনফ্রাস্টাকচার হচ্ছে। কোভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এনার্জি ইকোনমিকের ভূমিকা দিন দিন বাড়ছে।

জ্বালানি খাতে ভর্তুকির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য জ্বালানিতে ভর্তুকি দিতেই হবে। আমরা এখনো পুরোপুরি ভর্তুকি উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুত নই। আমাদের ১২ লাখের বেশি ডিজেল পাম্প রয়েছে। যাতে প্রচুর ভর্তুকি দিতে হয়। সারে ৭০-৮০ ভাগ ভর্তুকি দিতে হয়। ভর্তুকি থেকে যদি আমরা বেরিয়ে যাই, তাহলে কৃষিপণ্যের দাম অনেকগুণ বেড়ে যাবে। সুতরাং এখনই ভর্তুকি থেকে বের হওয়া সম্ভব নয়।

নসরুল হামিদ বলেন, আমাদের চ্যালেঞ্জ ছিল যে বেজলোডে কত দ্রুত যেতে পারব। ইতিমধ্যে বিদ্যুৎ বেজলোডে দাঁড়িয়ে গেছে। আগামী এক দুই বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার চলে আসলে সেটা আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার, বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, জ্বালানি বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার প্রমুখ।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন