ঢাকা      শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

মেয়েকে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে প্রাণ গেলো মা-বাবার

IMG
28 March 2023, 11:35 AM

ঝিনাইদহ, বাংলাদেশ গ্লোবাল: ঝিনাইদহের কালীগঞ্জে স্যালোইঞ্জিন চালিত ভ্যানকে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা অপর তিনজন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে সাথী খাতুন, নাতনি ও ভ্যানচালক আব্দুল করিম। নাতনির নাম জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে ছাবদার তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা। আহত অবস্থায় ছাবদার, তার মেয়ে সাথী খাতুন, নাতনি ও ভ্যানচালক আব্দুল করিমকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ছাবদারকে যশোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন