ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

জেসমিনের মৃত্যুর শুনানি দুপুরে

IMG
28 March 2023, 11:45 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: র‍্যাব হেফাজতে নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা হয়েছে কী-না তা বর্তমানে এফিডেভিট আকারে জমা হচ্ছে। সবশেষ দুপুর ২টায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে।

এ দিন সকাল ১০টা ৫২ মিনিটে আদালত বসলে অন্যান্য মামলা শুনানির জন্য আইনজীবীরা আদালতে মেনশন করেন। পরে হেফাজতে নারীর মৃত্যুর ঘটনার বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী মনোজ কুমার ভৌমিক আদালতে উপস্থিত হন। এ সময় তিনি র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কী-না সেটি পিটিশন আকারে নিয়ে আসেন।

পরবর্তীকালে বেলা ১১টায় অ্যাটর্নি জেনারেল আদালতে আসেন। এরপর আদালতের ডায়াসে আসেন মনোজ কুমার ভৌমিক। তিনি বলেন, মাই লর্ড আমি এফিডেভিট আকারে প্রতিবেদন জমা দিতে পারিনি। এরপর আদালত তাকে এফিডেভিট করতে সুযোগ দেন।

সবমিলিয়ে অ্যাটর্নি কার্যালয় থেকে এখনো আদালতে প্রতিবেদন দাখিল করা হয়নি। তবে আদালতের বিচারপতিরা বসলে সংশ্লিষ্ট বেঞ্চে এটি দাখিল করা হবে। এরপর শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করা হয় সুলতানা জেসমিনকে। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের ভাষ্য- সুলতানা জেসমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন