স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ১০০ গোল করার কীর্তি হলো তার। ১০০ গোল করতে তার লেগেছে ১৭৪ ম্যাচ। এটি মেসির ক্যারিয়ারে ৫৭তম হ্যাট্রিক, এর মধ্যে ৪৮টি বার্সার হয়ে আর ৯টি আর্জেন্টিার জার্সিতে।
বুধবার (২৯ মার্চ) ভোরে ২০ মিনিটের মাথায় গোলের দেখা পায় আর্জেন্টিনা। লিডসূচক এ গোলটি আসে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির কাছ থেকে। লো সেলসোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের আগে ১৭৩ ম্যাচে ৯৯ গোল ছিল তার নামের পাশে।
৩৩ মিনিটে আরেকটি গোল আসে মেসির পা থেকে। এবার সতীর্থের কাছ থেকে বল পেয়ে জায়গায় দাঁড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনি। উযদাপনও করেন সেখানে দাঁড়িয়েই। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসির নামের পাশে ১০২ গোল। পাশাপাশি ৫৬টি অ্যাসিস্টও করেছেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেরার বিতর্ক শেষ হলেও আন্তর্জাতিক গোলসংখ্যায় পর্তুগিজ তারকার চেয়ে পিছিয়ে আছেন তিনি। এ পর্যন্ত ১২২ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো শীর্ষে রয়েছেন। ১০৭ গোল নিয়ে তালিকায় দুইয়ে আছেন ইরানের আলি দায়ি।
এদিকে, আগ্রাসী ফুটবলে পুঁচকে কিরাসাওকে গোল বন্যায় ভাসাল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের অন্য চার গোলদাতা নিকোলাস গনসালেস, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া ও গনসালো মনতিয়েল।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com