ঢাকা      বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG
29 March 2023, 1:55 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টানা দুই ম্যাচে টস হারল বাংলাদেশ। আর দুটিতেই শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়।

সাকিব আল হাসানরা যখন টস করছিলেন তখনো জহুর আহমেদে বইছিল দমকা হওয়া। শেষ হতেই ঝড়ো বাতাসের শুরু। মিনিট কয়েকের ব্যবধানে নামে ঝুম বৃষ্টি। এখন মাঠ কাভারে ঢাকা।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। তবে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ক্রেইগ ইয়াংয়ের জায়গায় এসেছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন