ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। এদিকে ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে রংপুরের বিভাগীয় কমিশনার করা হয়েছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
এদিকে পদোন্নতির পর খলিলুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com