স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে আজ সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় খেলা দেরীতে শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য তিন ওভার কমিয়ে ১৭ ওভার করা হয়। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার। লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড ওপেনিং জুটিতে আসে ১২৪ রান। আর তাতেই বড় সংগ্রহের ভীত পেয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটনের ৮৩ রানের রেকর্ড ইনিংসে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল পুঁজি পায় টাইগাররা।
ঘরের মাঠে লিটন-তাসকিনদের সামনে উঁকি দিচ্ছে আরেকটি সিরিজ জয়ের হাতছানি। তবে বৃষ্টির থাবায় আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয় নি। কিছুক্ষণ বৃষ্টির পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে খেলা। বৃষ্টির বাগড়ায় তিন ওভার কমিয়ে নিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য।
ম্যাচের ওভার কমে আসলেও টাইগার ওপেনারদের খেলার ধরণ যেন সেই আগের ম্যাচের মতোই। আগ্রাসী মনোভাবে প্রথম ওভার থেকেই খেলতে থাকে লিটন ও রনি। চতুর্থ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করেন দুই ওপেনার।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের প্রথম সুপারস্টারের এই রেকর্ড ভেঙে দিয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আজ সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আর তাতেই বনে গেছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম অর্ধশতক হাঁকানোর মালিক।
২০০৭ সালে জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে অর্ধশতক করে রেকর্ড গড়েছিলেন আশরাফুল। আজ ১৬ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে ১৮ বলে অর্ধশতক পূরণ করেছেন এই ওপেনার।
এই রেকর্ডের পর আরও আরেকটি রেকর্ড গড়েন লিটন, সঙ্গী হিসেবে পান ওপেনার রনিকে। এই দুই ডানহাতি ব্যাটার মিলে বাংলাদেশের টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের জুটি গড়েন। ১২৪ রানের জুটি গড়েন লিটন ও রনি। ওপেনিংয়ে এখন এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ ছিল মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ১০২ রানের।
২৩ বলে ৪৪ রান করে রেকর্ড পার্টনারশিপের পর সাজঘরে ফিরেন রনি। অপরদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১২তম ওভারে দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শেষ দিকে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com