স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বৃষ্টি বাধার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমেই প্রথম বলেই তাসকিনের আঘাত সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক। ম্যাচের হাল ধরতে গিয়ে উল্টো দ্বিতীয় ওভারে আরেক উইকেট হারিয়েছে সফরকারীরা। এরপর একে একে সাজঘরে ফিরেছেন আইরিশ টপ অর্ডাররা।
বাংলাদেশের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের হয়ে ব্যাটে আসে ওপেনার পল স্টার্লিং ও রস এডেয়ার। তবে ইনিংস শুরুর প্রথম বলেই তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলটা তাড়া করতে গিয়েছিলেন আইরিশ অধিনায়ক। কিন্তু উইকেটের পেছনে ডানদিকে লাফিয়ে দারুণ ক্যাচ নেন লিটন। ফলে শরুতেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন স্টার্লিং। ফলে ১ ওভার শেষে ৭ রানে এক উইকেটে হারিয়ে থাকে সফরকারীরা।
এরপর দ্বিতীয় ওভার করতে আসে টাইগার অধিনায়ক। নিজের প্রথম ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান লরকান টাকারকে। এরপর দলীয় ৭ রানে ৫ বলে ৬ রান করে আউট হন টাকার। টাকারের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি টেকটর। সেই ওভার থেকে ৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
ইনিংসের তৃতীয় ওভারে দুই ছক্কায় ১৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে রস অ্যাডায়ারকে বোল্ড করেন সাকিব। দলীয় ২৬ রানে ৫ বলে ৬ রান করে আউট হন রস অ্যাডায়ার। ওভারের শেষ বলে উইকেটে আসা গ্যারেথ ডেলানিকে আউট করেন সাকিব। শূন্য রানে পথ ধরেন এই ব্যাটার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com