ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাজধানীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

IMG
28 May 2023, 7:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩) নামের দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছে।

রোববার (২৮ মে) সকাল ৯টায় বাবুর্চি বাড়ি মোড় এলাকায় সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে নামলে এ দুর্ঘটনা ঘটে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালবেলায় সুস্থভাবে বাসা থেকে বের হয়ে কাজে যাওয়া মধু মিয়ার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তার পরিবার ও স্বজনরা। স্বামী মধু মিয়াকে হারিয়ে চার সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় পড়েছেন স্ত্রী ইয়াসমিন বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন আব্দুস সামাদ নামে এক শ্রমিক। জমে থাকা গ্যাসে মুহূর্তেই নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারান তিনি। তাকে বাঁচাতে নিচে নেমে প্রাণ হারান মধু মিয়া।

শাহ আলম নামে অন্য নির্মাণাধীন ভবনের এক ঠিকাদার নিজেও হতে পারতেন বিষাক্ত গ্যাসের তৃতীয় শিকার। অর্ধেক নামার পর নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় উঠে আসেন তিনি। জানালেন জমে থাকা বিষাক্ত গ্যাসেই মৃত্যুবরণ করেছেন দুই নির্মাণ শ্রমিক।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারা যাওয়া নির্মাণ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের হাসপাতালে পাঠায়।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন