ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে: আইনমন্ত্রী

IMG
02 June 2023, 3:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট করবে না, নির্বাচনকে নষ্ট করবে; মানুষকে বাসে পুড়িয়ে মারবে। তারা জনগণের ভোটে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে না; তারা জনগণের কাছে নির্বাচন করতেও আসবে না।

শুক্রবার (২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

বাজেট প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘২০০৬-’০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আমরা ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। বিএনপির সময় বাজেটে লেখা থাকতো শতকরা ৮০ ভাগ টাকা আসবে বিদেশ থেকে। আর ২০ টাকা দিবেন দেশের জনগণ। আজকে সে চিত্র পাল্টে গেছে। আজ বলতে পারি শতকরা ৮৩ ভাগ টাকা বাংলাদেশর জনগণ দেবে এ বাজেটে। আর ১৭ টাকা আসবে বিদেশ থেকে। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, আমাদেরকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’

বর্তমানে দ্রব্যমূল্যে নিয়ে তিনি বলেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। পেট্রোলের দাম কমানোর চেষ্টা করছি। এখনো সরকার ১৭ হাজার কোটি টাকা দ্রব্যমূল্যের ভর্তুকি দিচ্ছে। এগুলো আমরা সমন্বয় করবো।’

ড .ইউনুসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে সুদ খেয়ে তিনি ১২-১৩ কোম্পানি করেছেন। সরকারকে ট্যাক্স দেন না। এখন হাইকোর্ট তাকে ধরেছে ট্যাক্স দেয়ার জন্য। সেই সুদখোর বাংলাদেশের সম্পর্কে কুৎসা রটাচ্ছে। আপনাদেরকে সর্তক থাকতে হবে। আপনাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেবেন না। যারা বাংলাদেশের স্বাধীনতা খর্ব করবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী।

সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন