ঢাকা      বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

মেসিকে নিয়ে কোচ-পিএসজি মুখপাত্রের ভিন্ন বক্তব্য

IMG
02 June 2023, 4:05 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একদিন আগেই সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আবেগী বার্তা দিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। স্পষ্ট করে দিয়েছিলেন, এটাই পিএসজিতে মেসির শেষ ম্যাচ। কিন্তু সেই বক্তব্যের পরপরই এবার পুরোপুরি ভিন্ন বার্তা দিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দলটি।

পিএসজিতে মেসির বিদায় নিয়ে রহস্য যেন শেষই হচ্ছে না। মৌসুম প্রায় শেষের দিকে চলে এলেও এখন পর্যন্ত কোনো গুঞ্জনই আলোর মুখ দেখেনি। এদিকে দিনের পর দিন গুঞ্জন শুধু বেড়েই চলছে। মেসির সৌদি সফরের পর পিএসজি কর্তৃপক্ষ এবং সমর্থকদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দুই পক্ষের মধ্যে সম্পর্কের কিছুই ঠিক নেই। বৃহস্পতিবার কোচের বক্তব্য তাই মেসির বিদায়কে একরকম নিশ্চিতই করে ফেলেছিল। কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পুরোপুরি ভিন্ন তথ্য জানিয়েছে ক্লাবের এক সূত্র।

পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। তার মতে, এখনও মেসির সাথে চু্ক্তি নবায়নের চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছিলেন, 'ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।' পিএসজিতে মেসি তার শেষ ম্যাচে উষ্ণ অভিনন্দন পাবেন বলেও এসময় জানিয়েছিলেন তিনি।

এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরে পিএসজির মুখপাত্র কথা বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে। তিনি জানিয়েছেন, 'গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। ক্লেরমন্তের বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি। অন্য খেলোয়াড়দের মতো মেসির জন্যও এটা মৌসুমের শেষ ম্যাচ।'

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসিকে নিয়ে এখনো হাল ছাড়েনি পিএসজি। মেসির বর্তমান চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। পিএসজি নাকি সেটাই চেষ্টা করছে এখন পর্যন্ত।

২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। অবশ্য পিএসজি অধ্যায়ের শেষটা ভুলে যেতেই চাইবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লিগ ওয়ানের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায়ে প্রায় নিয়মিতই মাঠে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছিল। এছাড়া কদিন আগে অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে গিয়ে এই বিশ্বজয়ী মহাতারকা কঠোর শাস্তি পেয়েছিলেন। তবে সমালোচনা থাকলেও মাঠে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন মেসি। চলতি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে ১৬ গোলের পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্টও রয়েছে তার।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন