ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

IMG
04 June 2023, 7:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ কমিটির সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান তুহিন, জয়া সেন গুপ্ত, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এতে সিলেট ও মৌলভীবাজার জেলার পতিত জমিতে ভূগর্ভস্থ সেচ কাজ সম্প্রসারণের মাধ্যমে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে দেশব্যাপী সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার সরবরাহ করে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ
করে। বৈঠকে দেশে উৎপাদিত সবজি, পেঁয়াজ ইত্যাদির মূল্য বৃদ্ধি রোধে মজুতদার-পাইকার-আড়ৎদার-ব্যপারী ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া বিনা ২৫ ধান উচ্চ ফলনশীল হওয়ায় এই ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন