ঢাকা      মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গত ১৩ বছরে সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে ৯৭ হাজার ৮৭৩ কোটি টাকা

IMG
04 June 2023, 8:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার গত ১৩ বছরে কৃষি খাতে ৯৭ হাজার ৮৭৩ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার ২০০৯ সাল থেকে গত ১৩ বছরে সার, বিদ্যুৎ ও ডিজেলে ভর্তুকি বাবদ মোট ৯৭ হাজার ৮৭৩ কোটি ৫৫ লাখ টাকা দিয়েছে। ২০০৯-২০১০ অর্থবছরে দেশের মোট ভর্তুকি ছিল ৪ হাজার ৮৪০ কোটি ৪৭ লাখ টাকা যার মধ্যে সারের জন্য ৪ হাজার ৯ কোটি ৪৩ লাখ টাকা, বিদ্যুতের জন্য ৮১ হাজার ৪ কোটি টাকা এবং ডিজেলের জন্য ৭৫০ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি জানান, ২০২১-২০২২ অর্থবছরে দেশের ভর্তুকি ১৫ হাজার ১৬৮ কোটি ১৫ লাখ টাকায় পৌঁছেছে যার মধ্যে সারের জন্য ১৪ হাজার ৯৪১ কোটি ৬০ লাখ টাকা এবং বিদ্যুতের জন্য ২২৬ কোটি ৫৫ টাকা লাখ অন্তর্ভুক্ত রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন