ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বিচ্ছেদের কারণ জানালেন রাজ

IMG
06 June 2023, 6:22 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢালিউডের আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয় ২০ মে। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পরীমণি। তবে কেন তাদের এই বিচ্ছেদ, এবার তা জানিয়েছেন পরীর স্বামী অভিনেতা রাজ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে রাজ বিচ্ছেদের কারণ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দশ-বারো দিন ধরে বাসায় নেই। এর জন্য প্ল্যান করেই আমি বাসা থেকে বের হয়েছি। আমার গুরু পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, তার স্ত্রী এবং আমার স্ত্রী পরীর উপস্থিতিতেই আমি বাসা থেকে বের হয়ে যাই।’

তিনি বলেন, ‘কোনো মেয়ের সঙ্গে থাকার জন্য আমি বাসা থেকে বের হয়ে যাইনি। একটি কারণেই বাসা থেকে বের হয়েছি।’

রাজ বলেন, ‘বর্তমানে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম যে আমার মনে হয়েছে নিজেকে সময় দেয়া উচিত। তাই নিজের প্রয়োজনেই বাসা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিই।’

‘এই সময়টায় আমি একান্তই আমার মতো থাকতে চেয়েছিলাম। নিজেকে আরেকটু ভালোভাবে গোছাতে চেয়েছিলাম। এটা যেমন ক্যারিয়ার কিংবা কাজের ক্ষেত্রে তেমনি নিজের মানসিক ক্ষেত্রেও। সব দিক থেকে ভালো থাকতেই বাসা থেকে এমন দূরত্বে থাকছি। এটাকে তাই সেপারেশনও বলা যায় না,’ যোগ করেন রাজ।

এ প্রসঙ্গে রাজকে প্রশ্ন ছুড়ে দেয়া হয় তবে রাজ কী চায়? বাসা থেকে দূরে থেকেও স্ত্রী ও সন্তানের কাছে থাকা নাকি একেবারে আলাদা হয়ে যাওয়া, অফিশিয়াললি ডিভোর্সের পথে হাঁটা?

এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘এখন একদমই আলাদা আছি। আমি আমার মতো আর পরী পরীর মতো। তবে ডিভোর্সের বিষয়টি ভাবিনি। এ জন্য অবশ্য সময় নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। আমি হুটহাট কোনো ডিসিশন নিতে পারি না। কারণ, আমি বিবাহিত, আমার একটি সন্তান রয়েছে। তবে অফিশিয়ালি বিচ্ছেদ হলে আমার সন্তানকে আর সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তকে মিস করব।’


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন