ঢাকা      শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
শিরোনাম

আনচেলত্তির জন্য হাল ছাড়ছে না ব্রাজিল

IMG
07 June 2023, 5:30 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মাঠের পারফরম্যান্সে বাজে সময় পার করছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে জাতীয় দলের বিদায়ের পর, চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার থেকেও যুবারা বিদায় নিয়েছে। নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিদায়ের পর সেলেসাওদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। এরপর সাড়ে ছয় মাসেও তারা কাউকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারেনি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে চেয়ে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও হাল ছাড়তে রাজি নয় দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

রিয়াল মাদ্রিদের সঙ্গে কোচ আনচেলত্তির চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রিয়ালে আনচেলত্তির এটাই শেষ মৌসুম। এরপর তিনি দায়িত্ব নেবেন ব্রাজিল জাতীয় দলের। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল বিধ্বস্ত হওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছিল। কিন্তু আগামী মৌসুমেও আনচেলত্তিকে রিয়ালের ডাগআউটে রাখার ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

তারপর ধারণা করা হয়েছিল, এবার হয়তো হাল ছাড়বে ব্রাজিল। কিন্তু সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ জানিয়েছেন, তিনি (আনচেলেত্তি) আমাদের প্ল্যান ‘এ’-তে আছেন। ইউরোপ সফরে এই ব্যাপারটি পরিষ্কার হওয়া যাবে।’

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ভিনিসিয়ুস জুনিয়র সদ্য সমাপ্ত মৌসুমে বারবারই বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। যার প্রতিবাদ হিসেবে দুটি আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এবার ভিনি বর্ণবাদের শিকার হওয়া সেই স্পেনে গিয়েও খেলার ঘোষণা দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। স্পেনের বিপক্ষে সেলেসাওরা প্রায় ১১ বছর পর প্রীতি ম্যাচ খেলবে। সেই সময়কেই আনচেলত্তির জন্য রিয়ালের সঙ্গে আলোচনার সময় বেছে নিয়েছে সিবিএফ সভাপতি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে।

সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলছেন, ‘এই সফর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ (আগামী কোচ নির্ধারণে)। আমি আনচেলেত্তি ও রিয়াল সভাপতির সঙ্গে কথা বলতে চাই। এরপরই বোঝা যাবে ব্যাপারটা ঘটবে কিনা। জরিমানার বিষয়টি ইস্যু না। সমস্যা হচ্ছে কোন পক্ষই চুক্তি ভাঙতে চাইছে না। বাস্তবতার নিরিখের আমরা একটা সমাধান বের করতে চাইব।’

২০২৪ সালের আগে চুক্তি অঙ্গ করলে ক্ষতিপূরণ শর্ত আছে। তবে ব্রাজিল ফুটবলের প্রধান মনে করছেন এটা বড় কোন ইস্যু হবে না। তিতের বিদায়ের পর কোচবিহীন থাকা ব্রাজিল ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ নিতে চাইছে। আপাতত অনূর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন মেনেজেস পালন করছেন ভারপ্রাপ্ত দায়িত্ব। তার অধীনে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। এছাড়া ১৭ জুন স্পেনের মাঠে গিনির বিপক্ষে ও পর্তুগালের লিসবনে তারা সেনেগালের বিপক্ষে খেলবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন