ঢাকা      রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জয় এসইটি সেন্টারে মিলবে স্মার্ট সেবা: পলক

IMG
11 June 2023, 11:50 PM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: সারাদেশে স্থাপিত হতে যাওয়া জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (এসইটি) সেন্টারে স্মার্ট সরকারি সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ রোববার (১১ জুন) দুপুরে দিনাজপুরের ফুলবাড়িতে একটি এসইটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্রের ঠিকানা হবে জয় এসইটি সেন্টার। স্মার্ট সরকারি সেবা প্রদানের ঠিকানা হবে এই সেন্টার। আর এর মাধ্যমে তরুণ-তরুণীদের ঢাকামুখী বা বিদেশমুখী হতে হবে না। নিজ এলাকায় বসেই তরুণ-তরুণীরা আর্থিক সচ্ছলতা আনতে পারবেন।

আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ২৫৫টি জয় এসইটি সেন্টার স্থাপন করা হবে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৪ বছরেই স্বল্পোন্নত দেশকে প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের ডিজিটাল দেশে পরিণত করেছেন। সারাদেশে এমন ২৫৫টি সেন্টার হবে। প্রতিটি সেন্টার থেকে কমপক্ষে ৫০০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন’।

ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়িতে এসইটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিকুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন