ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কাঙ্ক্ষিত গরুর খোঁজে ক্রেতা, বিক্রেতার অপেক্ষা আরও ২ দিন

IMG
25 June 2023, 8:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: খিলগাঁও থেকে গাবতলী পশুর হাটে এসেছেন রাব্বি মিয়া। সঙ্গে দুই ভাতিজা। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হাট ঘুরে পছন্দের গরু কিনতে পারেননি। গরু পছন্দ হচ্ছে তো দামে মিলছে না, দামে যেটা মেলে সেটা হচ্ছে না পছন্দ।

রাব্বি মিয়া বলেন, হাটে ঢুকতেই বড় অংশজুড়ে নানান জাতের বড় বড় সব গরু। গরু দেখলেই কিনতে মন চাইবে। কিন্তু টার্গেট আড়াই লাখের গরু। গরুর সাইজ ও আনুমানিক ওজনের চেয়ে বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। আমার মতো অনেক ক্রেতাই হাটে ঘুরছেন কিন্তু কাঙ্ক্ষিত দামে ও মানে গরু কিনতে পারছেন না।

ক্রেতাদের অভিযোগ, অনেক বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতাদের পাল্টা অভিযোগ, বড় গরুর ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। দামদর করছেন, ঘুরছেন বেশি, কম ক্রেতাই কিনছেন। তাদের আশা মঙ্গলবার থেকে বাড়বে বেচাকেনা।

রোববার (২৫ জুন) বিকেলে সরেজমিনে পশুর হাটে গিয়ে দেখা যায়, পুরোদমে জমে উঠেছে রাজধানীর প্রধান ও স্থায়ী গাবতলী পশুর হাট। ক্রেতার সমাগম বেড়েছে, বিক্রিও হচ্ছে। তবে আড়াই লাখ থেকে নিচের দামের গরু বেশি বিক্রি হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও পিকআপ ভরে এ হাটে আসছে কোরবানির পশু। হাটের প্রধান ফটক সাজানো হয়েছে। হাসিল ঘরও সব প্রস্তুত করা হয়েছে। সড়কে যেমন তৎপর ট্রাফিক পুলিশ, তেমনই তৎপর হাটের ভলান্টিয়াররাও। সড়কে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো কোরবানির পশুবাহী যানবাহন।

আবার কোনো কোনো ক্রেতা ছবি তুলে পাঠাচ্ছেন বাসায়, ছবি দেখে পছন্দ হলে দামদর করছেন। পছন্দ হলে কিনছেন। নয়ত ঘুরছেন অন্য গরুর সেডে।

হাটের প্রধান ফটকের পাশেই কয়েক সারিজুড়ে নানা জাতের বড় বড় সব গরু। বিক্রেতাদের নজর ক্রেতার খোঁজে, রাখালরা ব্যস্ত গরুর যত্ন ও খাবার খাওয়াতে।


হাটে যশোর থেকে শাহিওয়াল জাতের ক্রস দুটি গরু এনেছেন হাবিব মিয়া। একেকটির আনুমানিক ১২ মণ ওজন দাবি করে তিনি বলেন, ১৩ লাখ ৫০ হাজার টাকা দাম চেয়েছি। ১০ লাখ পর্যন্ত দাম উঠেছে। ১১-১২ লাখে ছেড়ে দেব।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় হাটে এসেছি, দামদর করছে। তবে এখন পর্যন্ত খুব কম ক্রেতাই কেনার আগ্রহ নিয়ে দামদর করছেন।

ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহিওয়াল জাতে প্রায় একই সাইজের গরু গাবতলী হাটে এনেছেন খামারি হাজি আবুল কাশেম।

তিনি বলেন, একটাও বিক্রি হয়নি। বেচার মতো দাম ক্রেতারা বলছেন না। দাম গড়ে সাড়ে ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে। বিক্রির মতো হলেই ছাড়ব। তবে কাল পরশুর মধ্যে ক্রেতা সমাগম আরও বাড়লে বেচাকেনাও জমবে।

সাইদুর রহমান নামে মিরপুরের এক ক্রেতার সঙ্গে কথা হয়। ৭৫ হাজার টাকায় ছোট দেশি জাতের গরু কিনে ফিরছেন বাসায়।

তিনি বলেন, এবার গরুর দাম অনেক বেশি। ৭৫ হাজারে গরু কেনার টার্গেট নিয়েই হাটে আসি। গত বছর যে গরুর দাম ছিল ৭০-৭৫ হাজার টাকা এবার সেটা ৯০ হাজার থেকে লাখেও মিলছে না।

১ লাখ ২০ হাজারে গরু কিনে সন্তুষ্টি নিয়ে হাট থেকে বের হচ্ছিলেন সুলেমান। তিনি বলেন, কোরবানি দেব নিয়ত করেছি, বসে থেকে লাভ কী। তাই গরু কিনে নিয়ে বাড়ি ফিরছি। দেশি জাতের গরু। সাইজে ছোট হলেও দাম ছাড়তে চাচ্ছিল না বিক্রেতা। অনেক দর কষে কিনতে হয়েছে।

গাবতলী অস্থায়ী পশুর হাটের ম্যানেজার আবুল হাশেম বলেন, হাট জমেছে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্রেতার সমাগম কম। তবে বিকেল ৫টা থেকে প্রচুর ক্রেতা ঢুকছে হাটে। বড় গরুর চেয়ে মাঝারি সাইজের গরুর ক্রেতা বেশি। আমাদের হাসিল ঘর সব প্রস্তুত। ভলান্টিয়াররা সব হাটে সক্রিয় রয়েছে।

তিনি বলেন, আগামীকাল নাগাদ বিক্রি আরও বাড়বে। চাঁদরাত পর্যন্ত এখানে বেচা-বিক্রির সব বন্দোবস্ত রয়েছে। ঈদের দিনেও এ স্থায়ী হাটে মিলবে কোরবানির পশু।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন