ঢাকা      শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসেবে খেলছে: হানিফ

IMG
28 July 2023, 8:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসেবে খেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি এই বিএনপি-জামায়াত যখন সমাবেশ করে তার আগের দিনে বিশেষ কোনো রাষ্ট্রদূতের অফিসে গিয়ে বৈঠক করেন।

শুক্রবার বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে অংশ নিয়ে হানিফ এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী ডিসেম্বরে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে হানিফ বলেন, ‘যে নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আর তার নেতৃত্বের মধ্য দিয়ে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে, দেশে উন্নয়ন অগ্রযত্রাকে বাধাগ্রস্ত করার জন্য, এই দেশের শান্তি, স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিএনপি-জামায়াত অপশক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

হানিফ বলেন, ‘গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ নিয়ে আবার নতুন করে খেলা শুরু হচ্ছে। কারা খেলছে? এক-এগারোর স্বপ্ন যারা দেখে তারা খেলছে। লক্ষ্য একটাই, ষড়যন্ত্রের মাধ্যমে এক-এগারোর সরকার প্রতিষ্ঠা করা। আর মুখে বলছেন মানবতার কথা, মানবাধিকারের কথা, গণতন্ত্রের কথা।’

বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনারা কাদের নিয়ে মানবতার কথা বলেন? যারা বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল, ২০০১ সালে ক্ষমতায় আসার পর যাদের নেতৃত্বে অগুণিত হত্যা, ধর্ষণ হয়েছে তাদের নিয়ে গণতন্ত্রের কথা বলেন? ক্যান্টনমেন্টে ক্ষমতায় বসে সামরিক উর্দি পরে অবৈধ পন্থায় যে দলের জন্ম হয়েছে তাদের নিয়ে আপনারা গণতন্ত্রের কথা বলেন? তাদেরকে নিয়ে আপনারা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চান? এই খেলা বাংলার মানুষ বোঝে।’

শান্তি সমাবেশের যৌথ আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম। এছাড়া বক্তব্য রাখবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন