ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

IMG
31 July 2023, 7:21 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসমাবেশে তিনি বক্তব্য দেবেন। বদলে যাওয়া রংপুরের কারিগর বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে প্রস্তুত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে রংপুর বিভাগ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে পুরো মহানগরী।

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে নগরীরর অলিগলি পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। প্রধান সড়কে শোভা পাচ্ছে বড় তোরণ বিলবোর্ড, ফেষ্টুনে প্রধানমন্ত্রীর ছবি। সিটি কর্পোরেশন নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে সপ্তাহ ধরে। জনসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরেশোরে। সড়কের মোড়ে মোড়ে লাগানো হয়েছে মাইক।

রংপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্ততি নিয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভায় রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি থেকে এসব মানুষ আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা সফল করতে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভা, জেলা মহানগরে দফায় দফায় মতবিনিময় করা হয়েছে। বিভাগের আট জেলার অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা, মতবিনিময় সভা চলছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রতিদিন সরকারদলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসমাবেশ সফল করতে মিটিং মিছিল করছেন। বিভাগ জুড়ে চলছে মাইকিং ও সরকারের উন্নয়নের গান। বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোও সক্রিয় হয়ে উঠেছে। সিটি করর্পোরেশনের থানা কমিটির নেতারা চালিয়ে যাচ্ছেন পাড়া-মহল্লায় গণসংযোগ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন