ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পরিচ্ছন্নতা-মশককর্মীদের বডি ক্যামেরা দেবে ডিএনসিসি

IMG
10 August 2023, 5:18 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অনেক এলাকায় মশার ওষুধ সঠিকভাবে ছিটানো হয় না, সেটা মনিটরিং করার জন্য মশক এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ও মশককর্মীদের বডিতে লাগানো থাকবে এই ক্যামেরা। তারা যেদিক দিয়ে হেঁটে যাবে তখন পুরো জিপিআরএস ম্যাপের মাধ্যমে আমাদের ড্যাশ বোর্ড চলে আসবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশান ২ নগরভবনে ডিএনসিসির স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এছাড়া জিপিআরএস ম্যাপের মাধ্যমে আমরা ট্র্যাকিং শুরু করেছি। যখন বডি ক্যামেরা লাগানো থাকবে তখন সে কোথায় যাচ্ছে, কীভাবে কাজ পরিচালনা করছে আমরা তা কন্ট্রোল রুমের মাধ্যমে দেখতে পারব।

তিনি আরও বলেন, আমরাই প্রথম পরিচ্ছন্নতা ও মশককর্মীদের জন্য বডি ক্যামেরা নিয়ে এসেছি। এরই মধ্যে ১০টি ক্যামেরা এনেছি আরও ১০০টি ক্যামেরা অর্ডার দিয়েছি। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সুপারভাইজার, সব সিআই ও পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হবে এই ক্যামেরা।

ডিএনসিসি মেয়র বলেন, ১০ দিন পরপর এডিস মশার লার্ভা নিধনে বিটিআই প্রয়োগ করব আমরা। এখন আমরা বিটিআই ট্রেনিং পিরিয়ডে আছি। উত্তর সিটি করপোরেশনের সব কর্মকর্তা ও কর্মচারী বিটিআই সিস্টেমটি সম্পর্কে যখন জেনে, বুঝে যাবে তখন আমাদের কাজের পরিধি আরও বেড়ে যাবে। আমরা ১০ দিন পরে কোন কোন এলাকায় বিটিআই প্রয়োগ করব সেই পরিকল্পনাও করে ফেলেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত এই বিটিআই এডিস মশার লার্ভা নিধনে বিশ্বের অনেক দেশেই এটি প্রয়োগ হচ্ছে এখন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন