ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কামপালা, ঢাকা পঞ্চম

IMG
14 August 2023, 10:01 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে উগান্ডার কামপালা শহর। তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৮টা ২৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কামপালার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬২ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৫৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। এ ছাড়া চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার বায়ুর মানও আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপরই রাজধানী ঢাকার অবস্থান। এই শহরের বায়ুর মানের স্কোর ১৩৬ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন