ঢাকা      বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
শিরোনাম

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

IMG
21 September 2023, 9:17 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বৃষ্টিতে মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ম্যাচটি বৃষ্টির কারণে একাধিকবার বাধার সম্মুখীন হয় যা শেষ পর্যন্ত ফলাফল ছাড়াই শেষ হয়। বৃষ্টির কারণে প্রাথমিকভাবে বৃহস্পতিবার দুপুর ২টা ২২ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। যার ফলে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে।

পরে আবার খেলা শুরু হয়। কোল ম্যাককনচি ও টম ব্লান্ডেলের অপরাজিত ৮ রানে নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ৫ উইকেটে ১৩৬, তখন বৃষ্টি ফিরে আসে। মন্থর পিচে সফরকারীদের জন্য ফিফটি করেন উইল ইয়াং। ৯১ বলে ৫৮ রান করেন তিনি।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি এবং নাসুম আহমেদ দুটি উইকেট শিকার করেন। খেলা পুনরায় শুরু করার চেষ্টা করা সত্ত্বেও সন্ধ্যা সাড়ে ৬টায় শেষবারের মতো খেলা বন্ধ করা হয়। এরপর বৃষ্টি অব্যাহত ছিল। ফলে আর খেলা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন