ঢাকা      বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
শিরোনাম

নির্বাচনের আগে ঢাকাকে অশান্ত করার চেষ্টায় আন্ডারওয়ার্ল্ড

IMG
21 September 2023, 9:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এ বছরের শেষ বা আগামী বছরের প্রথম সপ্তাহে হতে পারে নির্বাচন। এ অবস্থায় নির্বাচনের আগে কারাগারে বসেই রাজধানী ঢাকাকে অশান্ত করার চেষ্টায় আন্ডারওয়ার্ল্ড। দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে নতুন গ্রুপ তৈরির চেষ্টা করছে কেউ কেউ।

এমনই এক শীর্ষ সন্ত্রাসী মামুন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২৬ বছর জেল খেটে তিন মাস আগে মামুন জামিনে মুক্তি পায়। কারাগার থেকে বের হওয়ার পর থেকেই মামুনকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল কারাবন্দি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন।

গেল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে ফিল্মি কায়দায় শীর্ষ সন্ত্রাসী মামুনের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে শীর্ষ সন্ত্রাসী ইমনের হাত রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একাধিক গোয়েন্দা সূত্র।

সূত্র বলছে, কিলিং মিশন ব্যর্থ হলেও দুই শীর্ষ সন্ত্রাসীর আবারও প্রকাশ্য বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে এ ঘটনার মধ্য দিয়ে। এ ঘটনায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড অশান্ত হওয়ার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যারা ভেতরে (জেলে) আছে সেটা আমরা মনিটরিং করছি, আর যারা জামিন পেয়ে বের হয়ে এসেছে সেটাও আমরা মনিটরিং করছি। ডিবি প্রতিটি টিম প্রতিটি এলাকায় খোঁজ খবর নিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কোনো অরাজকতা করছে কী না, চাঁদাবাজি করছে কী না, মানুষকে হুমকি দিচ্ছে কী না- সেটা আমাদের ডিবি টিম তদন্ত করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এসব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসব।

জামিনে বের হয়ে কিংবা কারাগারে বসে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। ঢাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের বিরোধকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

এদিকে চারদলীয় জোট সরকারের আমলে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেয়ার জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়, তাতে সুব্রত বাইনের পরেই ফ্রিডম রাসুর অবস্থান ছিল। সিদ্ধেশ্বরীর মৌচাক-আনারকলি মার্কেটের আশপাশে শত শত হকার বসানো, মার্কেটের ভেতরের জায়গা দখল করে দোকান তৈরি করা, নিচে হকার বসানোসহ আরও অনেক অপরাধ হতো রাসুর নামে।

সম্প্রতি জামিনে বের হয়েছে শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসু। জামিনে থাকা অবস্থায় রাসু যেন অন্য কোনো সন্ত্রাসী গ্রুপের টার্গেট কিলিংয়ের শিকার না হয় কিংবা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তাকে নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাকেই আনা হবে আইনের আওতায়।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন