ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: খালেদা জিয়ার স্বাস্থ্যকে সরকার আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছে এবং শর্ত দিয়েছে, বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। চিকিৎসা একটি মৌলিক অধিকার। তার চিকিৎসকরা বলছেন, যদি তার সঠিক চিকিৎসা না হয়, তবে তার জীবন বিপন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘এটাকে সরকার বলে না। এটাকে জবরদখলকারী বলে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে- এই বাংলাদেশকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে সেই বাংলাদেশকে এগিয়ে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে ও একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এ দেশে অবশ্যই হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। হাসিনা যদি ক্ষমতায় থাকে, তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা জানে, দেশনেত্রীর হুঁশিয়ারিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ একত্রিত হয়ে যাবে। তাই তারা তাকে (খালেদা জিয়াকে) শর্ত দিয়েছে যে বিদেশে চিকিৎসা করা যাবে না।’
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com