ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতা, ডিএসসিসির ৪ কর্মকর্তাকে নোটিশ

IMG
24 September 2023, 5:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে টানা ৪ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার বেশ কিছু এলাকা ডুবে যায়। জলাবদ্ধতার কবলে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু ২৪ ঘণ্টাতেও জলাবদ্ধতা নিরসন করতে না পারায় এবার ডিএসসিসির ৪ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসন করতে না পারার ঘটনায় নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এসব কর্মকর্তার মধ্যে রয়েছে- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন