ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকারকে বিদায় নেয়ার আগে একটা ভালো কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় আটকে রেখেছেন ক্ষমতা ছাড়ার আগে সেটার সুরাহা করে যান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
খসরু বলেন, খালেদা জিয়া আপস করবেন না, তাকে বিদেশে পাঠাতেই হবে৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷ না হলে দেশের মানুষের মুখোমুখি হতে হবে৷ সময় নষ্ট করবেন না৷
তিনি বলেন, গণতন্ত্রের মা কোনোভাবেই আপস করবেন না। বাংলাদেশের মানুষের মুখোমুখি হতে হবে আপনাদের। দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। সময় থাকতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বিদেশি উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ আপনাকে বিদায় দিতে চাইছে, যাওয়ার আগে ভালো কাজ করে যান, বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন৷
যারা জনগণের রাজনীতিতে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় আছে দখলদারির মাধ্যমে, যোগ করেন তিনি।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com