ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গত কয়েক মাসে দেশে কমেছে রেমিট্যান্স প্রবাহ। এতে করে ডলার সংকট আরও ঘণীভূত হতে পারে। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মতে এ সংকট থাকবে না। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ বা ‘পিএফএম সামিট ২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মী বিদেশে অবস্থান করছেন। সে তুলনায় প্রবাসী আয় বাড়ছে না। রেমিট্যান্স বাড়লে বর্তমানের বৈদেশিক মুদ্রার সংকটসহ আরও অনেক সংকট কেটে যাবে।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতির আকার এখন বিশ্বের মধ্যে ৩৫তম। ঋণ ও জিডিপি অনুপাত বাংলাদেশে মাত্র ৩৪ শতাংশ। যা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় কম। বাংলাদেশের রফতানি আয়ও ব্যাপকভাবে বেড়েছে।’
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রেমিট্যান্সও অনেক বৃদ্ধি পায়, বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণার পর রেমিট্যান্স হার বেড়ে গিয়েছিল বলে দাবি করেন আ হ ম মুস্তফা কামাল।
কিন্তু সম্প্রতি যে পরিমাণ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন, সে তুলনায় রেমিট্যান্স আশানুরূপ নয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। তিনি বলেন, বর্তমানে ১ কোটি বাংলাদেশি প্রবাসে রয়েছেন। এছাড়া সম্প্রতি বিদেশে লোক যাওয়ার প্রবণতাও অনেক বেড়েছে। সে হিসেবে রেমিট্যান্স ছাড়িয়ে যেতে পারত ৩০ বিলিয়ন ডলার। কিন্তু তা হয়নি।
এক্ষেত্রে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, রেমিট্যান্স বাড়লে বৈদেশিক মুদ্রার সংকটসহ আরও অন্যান্য সংকট এমনই সমাধান হয়ে যাবে।
এদিকে পিএফএম বাস্তবায়নের ক্ষেত্রে সৃজনশীল ধারণার উদ্ভাবন ও তা প্রয়োগে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, পিএফএম সঠিকভাবে বাস্তবায়ন হলে আর্থিক খাতের স্বচ্ছতা বজায় থাকার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে।
এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ও মানদণ্ড বিশ্বের অন্য অনেক দেশের থেকে ভালো অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের গভর্নেন্স গ্লোবাল প্র্যাকটিস এর প্র্যাকটিস ম্যানেজার হিশাম ওয়ালি। সমাপনী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
এর আগে অনুষ্ঠিত ‘রিফলেকশন্স ফ্রম দ্য রিফর্ম চ্যাম্পিয়ন্স অন দ্য ইনস্টিটিউশনাইলেজশন অব দ্য পিএফএম রিফর্ম’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদার, সাবেক অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, ড. মোহাম্মদ তারেক ও মোহাম্মদ মুসলিম চৌধুরী।
প্যানেল আলোচনায় বাংলাদেশের আর্থিক খাতে পিএফএম সংস্কারের নানা দিক তুলে ধরার পাশাপাশি পিএফএম যথাযথভাবে বাস্তবায়নে তাদের পরামর্শ তুলে ধরেন বক্তারা।
বাংলাদেশ গ্লোবাল/এমএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com