ঢাকা      বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
শিরোনাম

ফরিদপুরে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু

IMG
25 September 2023, 5:05 PM

ফরিদপুর, বাংলাদেশ গ্লোবাল: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডেঙ্গুতে মারা যাওয়া তিন নারী হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৬), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৪) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৩৯)।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন