ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যে ৮ কারণে ত্বকের যত্নে ব্যবহার করবেন ড্রাগন ফল

IMG
25 September 2023, 5:34 PM

লাইফস্টাইল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশেই চাষ হচ্ছে ড্রাগন ফল। ফলে এর সহজলভ্যতা বেড়েছে এখন অনেকটাই। ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান মেলে এই ফলে। ড্রাগন ফল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ত্বকের জন্যও সমান উপকারী। এই ফলের ফেস প্যাক ব্যবহার করলে মিলবে অনেক উপকারিতা।

১। ত্বক উজ্জ্বল করে
মুখের বিভিন্ন ধরনের দাগ তুলতে সাহায্য করে এই ফল। দীর্ঘদিন ত্বকের যত্নে এই ফল ব্যবহার করলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

২। ত্বক ময়শ্চারাইজ করে
ড্রাগন ফলের হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজড হয়। ফলে ত্বক থাকে নরম ও কোমল।

৩। রোদে পোড়া ত্বকের যত্ন নেয়
ফলটিতে ভিটামিন বি৩ রয়েছে যা রোদে পোড়া ত্বকের যত্নে অনন্য। এছাড়া অতিবেগুনি রশ্মির কারণে হওয়া প্রদাহ, লালভাব এবং চুলকানি থেকে পরিত্রাণ করে।

৪। ব্রণ কমাতে সাহায্য করে
ড্রাগন ফল ব্রণ কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভাঙতে বাধা দেয় এবং এটিকে আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে।

৫। ত্বককে উজ্জ্বল করে
ড্রাগন ফলের ভিটামিন সি নিস্তেজ ত্বকে প্রাণ ফেরায়। ত্বক সতেজ এবং পুনরুজ্জীবিত করতে এই ফলের ফেস প্যাক নিয়মিত ব্যবহার করুন।

৬। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য
ড্রাগন ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এছাড়া ড্রাগন ফল ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। বলিরেখা এবং সূক্ষ্ম রেখার সমস্যাও মেটায়।

৭। প্রদাহরোধী বৈশিষ্ট্য
ড্রাগন ফলের প্রদাহরোধী গুণ রয়েছে। এগুলো ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে।

৮। এক্সফোলিয়েটিং
এই ফলটি ত্বক স্ক্রাব করতেও কাজ করে। ফলে সহজেই ত্বকের মৃত কোষ দূর হয়। ড্রাগন ফল ত্বকে জমে থাকা ময়লা দূর করে।

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন ড্রাগন ফল
ড্রাগন ফল চটকে তুলার সাহায্যে সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
ড্রাগন ফল ব্লেন্ড করে টক দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
বেসন, গোলাপজল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন ড্রাগন ফলের পেস্টের সঙ্গে। ত্বকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন