ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

তিনটি প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

IMG
13 November 2023, 6:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধের মীমাংসা বা সমঝোতার চেষ্টায় এবার দূতিয়ালি করতে চাইছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনাদের টানা অবরোধের মধ্যে সোমবার ঢাকায় দেশটির দূতাবাস থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে সংলাপ বিষয়ে চার দফা অবস্থানের কথা তুলে ধরা হয়।

সোমবার বিকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির পাঠানো জরুরি বার্তায় এমনটাই ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, আসন্ন নির্বাচন বিষয়ে মার্কিন অবস্থানকে পুনর্ব্যক্ত করতে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি তিনি প্রধান তিন দলের নেতাদের কাছে হস্তান্তর করবেন।

এরই অংশ হিসেবে জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন পিটার হাস। সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু এমপি, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি এবং দলটির উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়টি অবহিত করতে পিটার হাস এসেছিলেন । এসময় তিনি তিন প্রধান রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানান। তবে চুন্নু বৈঠকে আর কি আলোচনা হয়েছে না জানাননি।

দূতাবাসের বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়। সেই সঙ্গে দূতাবাসের বার্তায় এটাও স্মরণ করানো হয় যে, উদ্ভূত পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন