ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

প্রথম পর্যায়ে ৭৮৬টি হজ এজেন্সিকে অনুমতি

IMG
14 November 2023, 11:06 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০২৪ সালের পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হচ্ছে বুধবার (১৫ নভেম্বর) থেকে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় ১ লাখ ১৭ হাজার জন। সরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজে খরচ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

এদিকে আগামী বছর হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে ৭৮৬টি এজেন্সিকে অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার প্রথম পর্যায়ে অনুমোদিত হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে শর্ত হিসেবে বলা হয়েছে, হজযাত্রীর সঙ্গে এজেন্সির লিখিত চুক্তি নিশ্চিত করতে হবে। সৌদি সরকার নির্ধারিত সংখ্যার অতিরিক্ত কাউকে পাঠানো যাবে না। এজেন্সিগুলোকে মিনা, আরাফাহ ও মুজদালিফায় প্রয়োজনীয় সংখ্যক হজকর্মী নিয়োগ করতে হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন