ঢাকা      বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
শিরোনাম

কমনওয়েলথের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি

IMG
19 November 2023, 1:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, কমনওয়েলথ প্রাক নির্বাচনি প্রতিনিধিদল আমাদের নির্বাচন সংক্রান্ত সব বিধিবিধান বিষয়ে জানতে চেয়েছিলেন। তারা মূলত বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কীভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছেন। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) তাদেরকে সেসব বিষয়ে অবগত করেছেন। সব জানার পর আমাদের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা।

রবিবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনি প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের সাথে প্রতিনিধিদল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কি না।

এর আগে রবিবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের চার প্রতিনিধির সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরিস্থিতি আছে কি না, সে বিষয়ে জানতে চায় প্রতিনিধিদলটি। এই পর্যবেক্ষক দলটি ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। ঢাকায় অবস্থানকালে তারা বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন