ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নৌকার মনোনয়ন পেলেন মাশরাফী, সাকিব ও ফেরদৌস

IMG
26 November 2023, 5:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

অনেক চেষ্টা আর প্রতীক্ষার পর অবশেষে নৌকার টিকিট পেয়েই গেলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা-১০ আসন থেকে প্রার্থী করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এবার অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফেরদৌস। এ জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার সময় তার দেখা মেলেনি।

জানা গেছে, ঢাকা-১০ ছাড়া আরও একটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন ফেরদৌস। যদিও সেই আসনটির কথা প্রকাশ করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকা-১৭ আসনের জন্যও মনোনয়ন ফরম তুলেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নায়ক।

তবে বরাবরের মতো এবারও নিজেদের অবস্থানে অটুট আছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

এর মধ্যে নীলফামারী-২ আসন থেকে নূর, আর মমতাজ পেয়েছেন মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করার দলীয় মনোনয়ন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন