ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

স্প্যানিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

IMG
13 December 2023, 5:39 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যে কোন খাতে স্প্যানের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। আজ ১৩ ডিসেম্বর বুধবার বাংলাদেশে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বিদায়ী সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, স্পেনের উদ্যোক্তাদের স্বাগত জানানো হয়েছে। তারা বাংলাদেশে তাদের পছন্দের যেকোন খাতে বিনিয়োগ করতে পারবেন।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, স্পেনের রাষ্ট্রদূত সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

স্পেনিশ রাষ্ট্রদূত বলেন, তার দেশের অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন