ঢাকা      শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

জাকার্তায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত

IMG
16 December 2023, 4:37 PM

জাকার্তা, বাংলাদেশ গ্লোবাল: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস ভবনে চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: সাজেবুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতিরাষ্ট্র 'বাংলাদেশ' প্রতিষ্ঠিত হয় যা বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে উপস্থিত সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের কল্যাণে আত্মেৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভা শেষে ইন্দোনেশিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সদস্য ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রামাণ্য চিত্র ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন